শিক্ষার্থীদের হত্যার জন্য পুলিশদের শুধু বদলি করা যথেষ্ট শাস্তি নয়
কেন্দ্রীয় সমন্বয়ক সর্জিস আলম |
জুলাইয়ে সংঘটিত বিদ্রোহের সময় শিক্ষার্থীদের হত্যার মতো অপরাধের জন্য অভিযুক্ত পুলিশ সদস্যদের শুধু বদলি করা যথেষ্ট শাস্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সর্জিস আলম। গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সায়েদের পুলিশ গুলিতে মৃত্যুর প্রসঙ্গ টেনে সর্জিস বলেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, "কিছু পুলিশ কর্মকর্তা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বা দলের পক্ষে কাজ করছেন, যা সাম্প্রতিক ঘটনাগুলোর ফলে জনগণের মধ্যে বিশ্বাসের সংকট সৃষ্টি করেছে।"
তিনি সতর্ক করে দেন যে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় বিদ্রোহ ও রক্তপাত হতে পারে।
তিনি পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে আর্থিক শোষণের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন এবং শাসন ব্যবস্থার দ্বারা নির্যাতিত হয়ে একটি দলকে শাসন করার সুযোগ দেওয়ার চক্র নিয়ে হতাশা ব্যক্ত করেন।সর্জিস আরও বলেন, "এটি সেই বাংলাদেশ নয়, যার জন্য শহীদ আবু সায়েদ জীবন দিয়েছেন।"
জাপা নেতাকর্মীদের ব্যাপক বিক্ষোভের মধ্যে, গতকাল সর্জিস রংপুরে গিয়ে পুলিশের মহাপরিদর্শক মো. মইনুল ইসলামের সাথে কিছু সভায় যোগ দেন এবং আবু সায়েদের কবর জিয়ারত করেন।
১৪ অক্টোবর, জাতীয় পার্টি (জাপা) আনুষ্ঠানিকভাবে সর্জিস আলম ও হাছনাত আবদুল্লাহকে রংপুরে "অবাঞ্ছিত" ঘোষণা করে, কারণ তারা জাতীয় সংলাপে দলটিকে বাদ দেওয়ার জন্য মন্তব্য করেছিলেন।
গতকাল সর্জিসের রংপুর সফরের প্রতিবাদে জাপা নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্য এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সর্জিস বলেন, গত ১৬ বছরে, বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে যারা শেখ হাসিনার সরকারকে বৈধতা দিয়েছে, তারা সেই স্বৈরাচারী শাসনের মিত্র।তিনি বলেন, "এই জাতীয় পার্টির সদস্যরা, এই সুযোগসন্ধানীরা শুধু একটি গাড়ি, মন্ত্রী এলাকায় একটি বাড়ি, একটি বেতন, সংসদ সদস্য আসন, অথবা টেন্ডার দুর্নীতি ও চাঁদাবাজির জন্য বিরোধী দলের ভূমিকা নেয়। এখন এই ভণ্ডরা সম্মানিত হওয়ার ভান করছে। তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে।"
সর্জিস জানান, শীঘ্রই রংপুরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "অস্থায়ী সরকারের দুই ছাত্র উপদেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো মঞ্চ রংপুরের মাটি কাঁপিয়ে দেবে এবং দেখাবে কীভাবে আমরা স্বৈরাচারী সহযোগীদের রাস্তায় পরাস্ত করতে পারি।"
Post a Comment
0Comments